কলকাতা – শুভ ঘোষ রিপোর্ট -বাংলা নাট্যাঙ্গনের অন্যতম স্বনামধন্য দল, নৈহাটি ব্রাত্যজন, তাদের গৌরবময় ১০ বছর পূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য নাট্যোৎসব আয়োজন করতে চলেছে। ৬ দিনব্যাপী এই বিশেষ উৎসবটি আগামী দিনে অনুষ্ঠিত হতে চলেছে আকাদেমি অফ্ ফাইন আর্টস, কলকাতায়। নাট্যচর্চার এক দশকের সাফল্য উদযাপনের অংশ হিসেবে এই অনুষ্ঠানে থাকছে ১১টি মঞ্চনাটক, অঙ্গনে বিশেষ সাংস্কৃতিক পরিবেশনা, ও নাট্যজগতের বিশিষ্ট ব্যক্তিত্বদের সংবর্ধনা। এই বর্ণময় উৎসবের উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী ও নাট্যব্যক্তিত্ব শ্রী ব্রাত্য বসু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী শ্রী ইন্দ্রনীল সেন, এবং বিশেষ অতিথি হিসাবে মঞ্চ অলংকৃত করবেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী শ্রী রথীন ঘোষ ও শ্রী সুজিত বোস মহাশয়। বাংলার নাট্য সংস্কৃতির অগ্রগতি ও প্রসারের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১১ জন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্বকে ‘ব্রাত্যজন সম্মান’ প্রদান করা হবে। তাঁদের অবদানকে স্বীকৃতি জানিয়ে এ বছরের নাট্যোৎসব আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে।

