
গড়িয়া -শুভ ঘোষ রিপোর্ট – গড়িয়ার বড়াল ১১১ নম্বর ওয়ার্ডের পৌরপিতা সন্দীপ দাসের উদ্যোগে,মূলত এই সন্ধ্যায় আঁতা বাগান পার্কে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত মন্ত্রী অরূপ বিশ্বাস মহাশয়, ১১১ নম্বর ওয়ার্ডের পৌর পিতা সন্দীপ দাস মহাশয়,৯৫ নম্বর ওয়ার্ডে পৌর পিতা তপন দাশগুপ্ত মহাশয়, ক্রীড়া সাংবাদিক দুলাল দে, ১১ বড়ো চেয়ারম্যান তারকেশ্বর চক্রবর্তী মহাশয় এছাড়া আরো অনেক বিশিষ্ট অতিথিবর্গ উপস্থিত ছিলেন। মূলত আজকের বৃক্ষরোপণ অনুষ্ঠানকে ঘিরে আঁতা বাগান পার্কে ডি-ব্লকে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের ও আয়োজন করা হয়।গড়িয়ার বড়াল ১১১ নম্বর ওয়ার্ডের পৌরপিতা সন্দীপ দাসের উদ্যোগে আঁতাবাগান ডি- ব্লকের নাগরিকদের জন্য সিটিজেন ওয়াকওয়ে এবং ওপেন এয়ার জিমনেসিয়াম ও একটি শ্বেতপাথরের মঞ্চের শুভ উদঘাটন করা হয়। আঁতা বাগান ডি ব্লকের এই পার্কে ১২০টি আঁতা গাছ,ফক্সটেল গাছ ৫০টা, জামগাছ ২০টা, লেবুগাছ ২০টা ,দেবদারু গাছ ১০০ টা, ডালিম গাছ ৪০টা রোপন করা হয়।
