দন্ত রহস্য ছবির ট্রেলার ও সংগীত মুক্তিপেল

কলকাতা -রাজেন বিশ্বাস রিপোর্ট -রাই তদন্ত করতে গিয়ে নিজেও কিডন্যাপ হয়। স্থানীয় বাসিন্দা তোজো নামের ছোট্ট মেয়ে রাইয়ের সূত্র ধরে ছবির এক রহস্যজনক চরিত্র কার্তিক কুমার রাইকে উদ্ধার করেন। জানা যায় তিনি গোয়েন্দা। অপরাধীরা কি ধরা পড়ে? জানতে চোখ রাখতে হবে বড় পর্দায়। জুনের শেষ সপ্তাহে ছবিটি মুক্তি পেতে চলেছে। ছবির কাহিনী চিত্রনাট্য গীত রচনা প্রযোজনা ও পরিচালনার দায়িত্বে থাকা সুদীপ্ত ব্যানার্জি সাংবাদিক সম্মেলনে ছবির ট্রেলার ও গান মুক্তি পেল । উপস্থিত ছিলেন ছবির শিল্পী ও কলাকুশলীরা। ছিলেন সংগীত পরিচালক অতনু দাশগুপ্ত। একটি মাত্র থিম সং । গেয়েছেন সৈকত মিত্র। অভিনয়ে আছেন বিশ্বজিৎ চক্রবর্তী,কল্যাণী মণ্ডল, সুদীপ চক্রবর্তী ,শ্রাবণী, রাজু মিত্র,সায়নি অধিকারী ,বাসুদেব দাস,সুশান্ত অধিকারী, শিবু কুন্ডু, লাল্টু মার্জিত, সুদীপ্ত চ্যাটার্জি, পীতাম্বর বারিক, কৃষ্ণা কর, প্রিয়াঙ্কা সরকার, টি কে হাজরা,শ্রীময়ী চ্যাটার্জি, মঞ্জুরী অধিকারী এবং রাই চরিত্রে পরিচালক সুদীপ্ত ব্যানার্জির আত্মজা সুচন্দ্রিমা ব্যানার্জি ও কার্তিক কুমার গোয়েন্দা চরিত্রে পরিচালক স্বয়ং সুদীপ্ত ব্যানার্জি। ক্যামেরার দায়িত্ব পালন করেছেন শ্যামল ব্যানার্জি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *