শহুরে সংস্কৃতি রক্ষায় শিলিগুড়ির “সম্প্রীতি”

শিলিগুড়ি -ভাস্কর চক্রবর্তী রিপোর্ট -নেই কোন রাজা, নেই কোন মন্ত্রী,সকলেই এখানে সদস্য, সকলেই ‘সম্প্রীতি’। সুস্থ সংস্কৃতি, ধর্মনিরপেক্ষতা ও সুস্থ চেতনার বার্তা দিয়ে চলেছে এই সংগঠন। সেই সংগঠনের ‘সম্প্রীতি উৎসব’-এর এবার ৭ বর্ষপূর্তি উপলক্ষে সংগঠনের তরফে গোটা মাসজুড়ে আয়োজন করা হয়েছিল নাচ, গান ও আবৃত্তি প্রতিযোগিতার।কখনও দুঃস্থদের পাশে, কখনও প্রাকৃতিক দুর্যোগে আক্রান্তদের পাশে, আবার কখনও সাংস্কৃতিক দিক থেকে শহরকে সমৃদ্ধ করা মূল লক্ষ ছিল বদ্ধপরিকর। এমনই উদ্ভাবনী শক্তি নিয়ে ১৫ বছরে পদার্পণ করল শিলিগুড়ির ‘সম্প্রীতি’। দীনবন্ধু মঞ্চে সাংস্কৃতিক সন্ধ্যার মধ্য দিয়ে পালন করা হয় ডাঃ বিধানচন্দ্র রায়ের জন্মদিন ওরফে “ডক্টরস্ ডে” ও সম্প্রীতির পথচলার বর্ষপূর্তি। বিশিষ্ট চিকিৎসকদের সম্মান জ্ঞাপনের পাশাপাশি সারা মাসব্যাপী নাচ-গান-আবৃত্তি প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃতও করা হয়। এককথায়, সম্প্রীতি আয়োজিত এদিনের মনোজ্ঞ সন্ধ্যায় শহরের দীনবন্ধু মঞ্চে বসেছিল চাঁদের হাট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *