কলকাতা -শুভ ঘোষ রিপোর্ট -ডাবর গোলাবুড়ি ফ্রেস ক্যালেন্ডার ফাইনাল অডিশন অনুষ্ঠানের উদ্দেশ্য কলকাতার নামকরা হোটেলে ১১ জন ফাইনাল প্রতিযোগীকে নিয়ে একটা রোশনাময় সাংবাদিক বৈঠকে আয়োজন করা হয় ।এই অনুষ্ঠানে পিয়ার সংস্থা ক্যান্ডিড কমিউনিকেশনের ডিরেক্টর পারমিতা ঘোষ,অভিনেতা ফলেক রশিদ রায়, প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার ইন্দ্রনীল মুখার্জী ও মডেল রাজগুপ্ত উপস্থিত ছিলেন তাদের উপস্থিতি এই অনুষ্ঠানটিকে আরো আকর্ষিত করে তোলে টলিউড কুইন কনিকা বন্দ্যোপাধ্যায় আরো অনেক বিশিষ্ট অতিথিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
Related Posts
সৌরভ এন্টারটেইনমেন্ট এর মিউজিক ভিডিও ক্যালেন্ডার প্রকাশিত
কলকাতা – শুভ ঘোষের রিপোর্ট-সৌরভ এন্টারটেইনমেন্ট প্রযোজিত মিউজিক ভিডিও ও ইংরেজি ক্যালেন্ডার প্রকাশিত হলো। মেট্রোপলিটন বাইপাসে (ফুড পার্টনার)কাসা আমোরে নামক…
রুবি জেনারেল হাসপাতাল 30তমবার্ষিকীউদযাপন
কলকাতা -নির্মল সাহা রিপোর্ট – 1995 সালে পূর্ব ভারতের প্রথম এনআরআই হাসপাতাল হিসাবে মাননীয় মুখ্যমন্ত্রী জ্যোতি বসু দ্বারা উদ্বোধন করেছিলেন৷…
