খেয়াদহ -শুভ ঘোষ রিপোর্ট – আন্তর্জাতিক নারীদিবস এই নারী দিবসে একজন নারী যেমন জন্মদাত্রী ও তেমনিই স্নেহ দাত্রী তেমনি নারী বিনা এই সৃষ্টিতে তেমন অর্থহীন,সকল নারীকে বিনম্য শ্রদ্ধা ও সম্মান দিয়ে আজকে সোনারপুর উত্তর ফিরদৌসা বেগমের নেতৃত্বে খেয়াদহ দুই’নম্বর পঞ্চায়েত মিতা নস্কর অঞ্চল প্রধানের উদ্যোগে মহিলাদের ফুল ও উত্তরীয় দিয়ে সম্মানিত করা হয়।শাড়ি বিতরণ করা হয় গরিব অসহায় মানুষদের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনারপুর পঞ্চায়েত সমিতির মৎস্যপ্রাণী দপ্তরের কর্মদক্ষ্য প্রশান্ত বিশ্বাস,বরুণ সর্দার,জেলা পরিষদের সদস্য নীলিমা মন্ডল,বিশেষ সম্মানীয় অতিথি শুভাশিস মন্ডল মহাশয়,খেয়াদহ এক নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য পাপিয়া নস্কর। খেয়াদহ ২নং পত্র পঞ্চায়েত রতন গায়েন মদন নস্কর অনন্ত মন্ডল অসীমা মন্ডল গোড়া মন্ডল অনুপ নস্কর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।