কোলকাতা- শুভ ঘোষ রিপোর্ট- রূরাল মেডিকেল প্র্যাকটিশনাস এ্যাসোসিয়েশন উদ্যোগে আগামী ২৭শে ফেব্রুয়ারি ২০২৫ তারিখে তৃতীয় তম জনসংযোগ অভিযান হতে চলেছে পশ্চিমবাংলায় চারটি জায়গা ১, হাওড়ার বাগনান অগ্রগামী সমিতির ফুটবল মাঠে,২, দক্ষিণ দিনাজপুর দক্ষিণ দিনাজপুর বুনিয়াদপুর বাসস্ট্যান্ড,৩,কোচবিহার টাউন রাসমেলা ময়দানে,৪, পশ্চিম বর্ধমান দুর্গাপুর পলাশডিহা ময়দানে।সমস্ত অপাশকরা চিকিৎসকদের গ্রামীণ চিকিৎসা হিসেবে প্রশিক্ষণ ও সরকারি স্বিকৃতি দাবিতে এবং পরিসেবা প্রতিষ্ঠানিক দুর্নিতির প্রতিবাদে আন্দোলন দুপুর ১২টা সময় হতে চলেছে। মূলত আজকের প্রেস কনফারেন্স উপস্থিত ছিলেন রুরাল মেডিকেল প্রাকটিশনাস এসোসিয়েশন পশ্চিমবঙ্গের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ শাসমল,রাজ্য কমিটির কোষাধ্যক্ষ জুলফিকার আলী, মুখপাত্র খন্দকার মোমিনুর রহমান, কিংশুক সাহা, আরও অনেক বিশিষ্ট অতিথিবর্গ উপস্থিত ছিলেন।